
বাগমারা প্রতিনিধি:
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাগমারা প্রেসক্লাবের সদস্য আবু বাক্কার সুজনকে বহিষ্কার করা হয়েছে।সোমবার বাগমারা প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।দীর্ঘদিন ধরে আবু বাক্কার সুজন বাগমারার বিভিন্ন এলাকায় প্রেসক্লারের নাম ব্যবহার করে অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।এর আগেও তার বিরুদ্ধে লিখিতভাবে নোটিশ প্রদান করা হয়েছিল।তবে তিনি সেই সতর্কবার্তা উপেক্ষা করে পুনরায় ক্লাবের নাম ভাঙিয়ে নানা অনিয়মে জড়িত থাকেন বলে অভিযোগ ওঠে।সভায় প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য দেন সহ সভাপতি নূর কুতুবুল আলম,যুগ্ম সাধারণ শামীম রেজা,দপ্তর সম্পাদক আকবর আলী,কোষাধ্যক্ষ আব্দুল মতিন,কপিরাইট সম্পাদক আনোয়ার হোসেন,কার্যকরী কমিটির সদস্য মমিনিল হক সবুজ, জিল্লুর রহমান দুখু, সদস্য আফাজ্জল হোসেন,ইউসুফ আলী সরকার, আলতাফ হোসেন,মাহফুজুর রহমান প্রিন্স,মোবারক হোসেন,মাহাবুর রহমান,নাজিম হাসান,ফারুক আহমেদ,আলমগীর হোসেন প্রমুখ।সভায় আবু বাক্কার সুজনের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সেই সাথে বাগমারা প্রেসক্লাবের সদস্য থাকার পরেও নিজের অনিয়ম দুর্নীতি ঠেকাতে নতুন একটা ক্লাব গঠন করে।
Leave a Reply